ঢাকা   ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আইয়ের পর্দায় আজ দেখুন ‘মিডিয়া ট্রায়াল’

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
  • 13 শেয়ার

বিনোদন ডেস্ক

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফাস্ট ওয়াশ এখন কী চাই’। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬.২০ মিনিটে অনুষ্ঠানটির ৭৮তম পর্ব প্রচারিত হবে। এ পর্বের বিষয় হচ্ছে ‘মিডিয়া ট্রায়াল’।
রেজাউল করিম কাজলের প্রযোজনায় এবং দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট আবদুল্লাহ আল মনসুর রিপন এবং ইত্তেফাক মাল্টিমিডিয়া ইনচার্জ ইমরান উল হক।

 

যখন সংবাদ মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমাগত সংবাদ প্রচার করে জনগণের কাছে তাকে দোষী বা গুণী প্রমাণ করতে চায় তখন তাকে ‘গণমাধ্যমীয় বিচার বা মিডিয়া ট্রায়াল বলে’। সব বিচার ব্যবস্থাকে ছাপিয়ে ইদানিং আলোচনায় আসছে মিডিয়া ট্রায়াল। খুব সহজ কথায়, কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং আদালতে বিচারিক রায় ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম তার বিরুদ্ধে একটা রায় দিয়ে দেয়। এমনও হয়েছে, কোনো অভিযোগে একজন ব্যক্তি অভিযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে বিচারে নিরাপরাধ প্রমাণিত হয়েছে। কিন্তু ইতোমধ্যে মিডিয়া অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী বা খলনায়ক বানিয়ে সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে। মিডিয়া ট্রায়াল সব সময় উদ্দেশ্যপ্রণোদিত। দুঃখজনক হলেও সত্যি, মিডিয়া ট্রায়ালের প্রধান শিকার হন নারী, শিশু, সাধারণ নাগরিক, চলচ্চিত্র ও বিনোদন জগতের মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব, খেলোয়াড়, রাজনীতি থেকে শুরু করে ধর্মীয় নেতা পর্যন্ত।
এসব অমানবিক, অনৈতিক ও নিষ্ঠুর মিডিয়া ট্রায়ালের ভয়ঙ্কর প্র্যাকটিস কিভাবে প্রতিহত করা যায় বা বন্ধ যায় সেসসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা, প্রশ্ন ও উত্তর পর্বে সাজানো হয়েছে আজকের এ পর্বটি। সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ আজকের পর্বটি দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়, সন্ধ্যা ৬.২০ মিনিটে। অনুষ্ঠানটি পরদিন মঙ্গলবার পুনরায় দুপুর ১.৩০ মিনিটে দেখাবে চ্যানেল আই।

 

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০