ঢাকা   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দারাজ নিয়ে এলো ১০.১০ ক্যাম্পেইন

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২০
  • 70 শেয়ার
দারাজ
আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ও আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তৃতীয়বারের মতো আয়োজন করেছে দারাজ ১০.১০ সেল ক্যাম্পেইন।

১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় দারাজে থাকবে বিশাল ডিসকাউন্টে লাখ লাখ পণ্য, মেগা ভাউচার, হ্যাপি আওয়ার, অ্যাপ ভিজিট পয়েন্ট, মিশন 10.10, নিউ ইউজার বোনাস ও মেগা ডিলসহ অসংখ্য সব আকর্ষণীয় অফার।

ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে স্টুডিও এক্স, ডেটল, এস্কয়ার ইলেক্ট্রনিক্স, ডোমেক্স, ডাবর হানি, অরিয়ন ফুটওয়্যার এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে প্যারাসুট ন্যাচারাল, ভিট, খাস ফুড, টিপি লিঙ্ক, ইমামি, আকিজ প্লাস্টিক, ওয়াল্টন ডিজিটেক, ওয়াইল্ড স্টোন।

বিশ্বের সবচেয়ে বড় শপিং ইভেন্ট ইলেভেন ইলেভেনের (daraz 11.11 sale) পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে আসন্ন ক্যাম্পেইনটির আকর্ষণগুলোর হালকা কিছু ঝলক।

ইভেন্টে ফ্যাশন প্রোডাক্ট, ইলেক্ট্রনিক এক্সেসরিজ, হোম-লিভিং, বিউটি-হেলথ এবং বেবি-টয়ের মতো ক্যাটাগরির পণ্য ছাড়াও সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ২০,৩৯০ টাকায় রিয়েলমি ৬ -৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম, মাত্র ১৬,৭৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এম ২১ ফোন (Samsung Galaxy M21) -৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, নেভিফোর্স ব্ল্যাক লেদার মেন্স রিস্ট ওয়াচ মাত্র ১,৯৫০ টাকায়, স্যামসাং ৪৩ 4k স্মার্ট ইউএইচডি টিভি মাত্র ৫১,৯৫৫ টাকায় এবং কেমেই ফাইভ ইন ওয়ান গ্রুমিং কিট অ্যান্ড ট্রিমার মাত্র ১,৩২৯ টাকায়।

অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আপ্পো এফ ১৭ লাকি অরেঞ্জ বক্স ফোন, যা লঞ্চ হবে ১০ই অক্টোবর এবং এটি পাওয়া যাবে শুধুমাত্র দারাজ (daraz.com.bd) ফ্ল্যাশ সেলে।

১০.১০ ক্যাম্পেইনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা উপলক্ষ্যে প্রিমিয়াম ডিজাইনের আপ্পো এফ ১৭(oppo f17) লাকি অরেঞ্জ বক্সটি পাওয়া যাবে মাত্র ২৫,৯৯০ টাকায়। এছাড়া ক্যাম্পেইনের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে রিয়েলমি সেভেন সিরিজ ফোন। রিয়েলমি সেভেন আই (realme 7i) এর প্রথম অনলাইন সেল এক্সক্লুসিভলি শুরু হতে যাচ্ছে ১৩ অক্টোবর শুধুমাত্র দারাজে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০