ঢাকা   ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ধর্ষণ’ নিয়ে বক্তব্যের জন্য অবশেষে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ এফবিসিসিআইয়ের সাধারণ ভোটাররা চাইলে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত আছি আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কৃষি সেক্টর ফ্যাসিস্টের দোসরমুক্ত করে উন্নয়ন অব্যাহত রাখার দাবিতে সংবাদ সম্মেলন কুমারখালী উপজেলা সমিতির ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএন হাউস উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব রাজশাহীতে পূত্র বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার হাসপাতালের কৃত্তিম বুদ্ধিমত্তার প্রভাব; চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫)

দাম বাড়ল সয়াবিন তেলের, কিছুই জানেন না মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
  • 250 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক

ফের বাড়লো সয়াবিন তেলের দাম। লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম ১৭৩ টাকা করা হয়েছে। আর ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা। মঙ্গলবার (১৬ এপ্রিল) এই দাম নির্ধারণ করার ঘোষণা দিয়েছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। তবে এ বিষয়ে কিছুই জানেন না বাণিজ্য প্রতিমন্ত্রী।

এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৩ টাকা।

এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে, এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান গণমাধ্যমকর্মীদের।

এদিকে মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার জেরে দেশে বিভিন্ন পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য বিকল্প দেশ থেকে পণ্য আমদানি এবং সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা চলছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইরান ও ইসরায়েল হঠাৎ করে হামলা করেছে। এটা আমাদের জানা ছিল না। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য আসে। এখন ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালাবে কি-না জানি না। তারপর সব বিষয় মাথায় রেখে পণ্যের দাম যেন না বাড়ে, সেজন্য আমরা বিকল্পভাবে পণ্য আনার চেষ্টা করছি।

তিনি বলেন, টিসিবির পণ্যকে দোকানের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এছাড়া, টিসিবি কার্ড পাওয়া ব্যক্তিদের তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০