বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে দলিল জালিয়াতি করে দোকান দখল করতে গিয়ে ফেঁসে গেছেন এক ব্যবসায়ী। জালিয়াতির অভিযোগে রজব আলী নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজিতপুর বাজারের ব্যবসায়ী রজব আলীর বিরুদ্ধে গত ১৪ জানুয়ারী কিশোরগঞ্জের আমলী আদালত-০৫ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উক্ত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বাজিতপুর পৌরসভার খন্দকার সুপার মার্কেটের ১০ শতাংশ ভূমি ভুয়া দলিলের মাধ্যমে দখলের পায়তারা করলে গত বছর রজব আলীর বিরুদ্ধে মার্কেটের সত্বাধিকারী খন্দকার আবু কায়ছার কিশোরগঞ্জের আমলী আদালতে মামলা দায়ের করেছিলেন।
জানা যায়, বাজিতপুর পৌরসভার দড়িঘাগটিয়া গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে রজব আলী খন্দকার সুপার মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এক পর্যায়ে লোভের বশবর্তী হয়ে জাল দলিল তৈরী করে দোকানটির মালিকানা দাবী করলে জাল দলিলের গোমর বেরিয়ে আসে। পরবর্তীতে বাজিতপুর উপজেলার গাজিরচর গ্রামের দোকান মালিক খন্দকার আবু কায়ছার বাদী হয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে দলিল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রজব আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।