ঢাকা   ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩
  • 144 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ভোর ৫টা ৪ মিনিটে তারা আগুনের খবর পান। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিতদের মরদেহ ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাদিরা আক্তার পপি (৩৫) ও তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন। তবে অন্য দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০