ঢাকা   ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ । ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী করোনা পজিটিভ, স্কয়ারে ভর্তি

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ১৭, ২০২০
  • 14 শেয়ার
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “করোনা উপসর্গ থাকায় শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার পর ফল পাওয়া যায় রাতে, তিনি কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন”। মীর আকরাম আরও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।

জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেওয়ায় তথ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরের অধীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে সাবধানতাবশত তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই কোভিড পজিটিভ রিপোর্ট পান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০
Develoved by Bongshai IT