ঢাকা মিডিয়া ক্লাবে সন্ত্রাসী হামলায় বিশিষ্ট ব্যক্তিদের ক্ষোভ ও নিন্দা অব্যাহত

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১
রাজধানী ঢাকার নয়াপল্টনে অবস্থিত পেশাজীবীদের ঐতিহ্যবাহী সংগঠন খ্যাত-ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেড-এ গত ৮ জুলাই (বৃহস্পতিবার) সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় বিল্ডিংয়ে স্থাপিত ক্লাবের মূল নিউন সাইন বোর্ড, অন্যান্য জায়গা থেকে ব্যানার, স্টিকার খুলে ফেলা হয়েছে। কিছু লাইট ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, এমনকি ক্লাবের একাধিক ব্যানারে অগ্নিংযোগ করা হয়েছে। ঘটনার মূল হোতা ভূমিদস্যু সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, আবু বকর রেমিনটন রাজা, আলতাফ হোসেন গং বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীরা ক্লাব কর্মকর্তা ও সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। হামলার সময় তারা ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ব্যাপারে স্থানীয় পল্টন মডেল থানায় জিডি (নং-৪৫২) করা হয়েছে।
এদিকে ঢাকা মিডিয়া ক্লাবে সন্ত্রাসী হামলায় বিশিষ্ট ব্যক্তিদের ক্ষোভ ও নিন্দা অব্যাহত রয়েছে।
যারা নিন্দা জানিয়েছেন
বাংলাদেশের প্রথম সরকারের মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদানকারী পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম; ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম; কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল; বঙ্গবন্ধু গবেষক পিস ফোরামের সভাপতি সারোয়ার ওয়াদুদ চৌধুরী; বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চেয়ারম্যান প্রফেসর ড. অরুণ কুমার গোস্বামী; এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী; এফবিসিসিআই পরিচালক আবু নাসের; এফবিসিসিআই পরিচালক এমজিআর নাসির মজুমদার; এফবিসিসিআই নেতা মোহাম্মদ উল্লাহ পলাশ; এফবিসিসিআই নেতা মশিউর রহমান; হিমোব সভাপতি শামীম আহমেদ; এসএমই ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলী জামান এমবিএ; ‘বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা’র সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু; দৈনিক সকালের সময়ের সম্পাদক মো. নূর হাকিম; ব্যবসায়ী নেতা ও উপস্থাপক আমিরুল ইসলাম খান ট্রফি; বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ) সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল খান; বঙ্গবন্ধু ও রবীন্দ্র গবেষক সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিদ্দিকী; নরসিংদী জেলা সমিতি ঢাকা’র মহাসচিব মোহাম্মদ শাহ আলম; চলচ্চিত্র পরিচালক ও ফাইট ডিরেক্টর জীবন্ত চাকমা চাইনিজ; ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা সাংস্কৃতিক সম্পাদক রোজান ইসলাম দিলীপ; আমেরিকা প্রবাসী শফিক খান রাজা; বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালক কমিটির সদস্য মতিউর রহমান লাল্টু; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন বাদল; দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রিমন; সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম মহাসচিব প্রফেসর আবুল আলম আজাদ পাটোয়ারী; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়; সাবেক সচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান; মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক আনন্দ কর্মকার; বিশ্ব ব্যাংকের মিডিয়া উইং কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান; নেত্রকোনা জেলার গুণীজন সমিতির সাধারণ সম্পাদক কাঞ্চন হাবিব; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় সদস্য ও লেখক তাপসী আক্কাস; বাকশাল মহাসচিব কাজী মোহা. জহিরুল কাইয়ুম; ঢাবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের ইভিনিং শিফট ডিরেক্টর প্রফেসর ড. বদরুজ্জামান ভূইয়া; গোপালগঞ্জ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের প্রভাষক শেখ নূর কুতুবুল আলম; বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ-সভাপতি ও বঙ্গবন্ধু গবেষক রফিকুল ইসলাম বুলবুল; বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর মধুসূধন মন্ডল; দৈনিক এই বাংলা’র সম্পাদক মোহাম্মদ শাহাজাহান; লায়ন ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি লায়ন খান আখতারুজ্জামান; নগর সৌন্দর্যবিদ ও রোটারিয়ান রাফেয়া আবেদীন; গ্রীন টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাজ্জাদ আলম; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সাংগঠনিক সম্পাদক কাজী শেলী; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ; ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী; জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জামাল উদ্দিন জামাল; জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জহুরুল ইসলাম টুকু; বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংস্কৃতি উপ-কমিটির সদস্য ড্যানি সিডাক; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ রেজাউল ইসলাম; চিত্র পরিচালক গাজী মাহবুব; কণ্ঠশিল্পী দিদার; কণ্ঠশিল্পী মহুয়া লিপি; সাবেক মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদেক সিদ্দিকী; ডেপুটি এটর্নি জেনারেল এসএম নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি নন্দন রায়; ওয়ার্ল্ড বিচ এন্ড রিসোর্টের (কক্সবাজার) সত্বাধিকারী হাজী দেলোয়ার হোসেন; পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী; ব্যারিস্টার জাকির আহাম্মদ; প্রফেসর ডা. উত্তম বড়–য়া; জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ইকবাল রাজু; ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস; মিডিয়া ব্যক্তিত্ব ও উপস্থাপক খন্দকার ইসমাইল; স্বাচিব মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ; কুষ্টিয়া খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার; ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের সিইও প্রকৌশলী সুনির্মল মন্ডল; সোহরাওয়ার্দী হাসপাতালের হেপাটোলজি বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল; গ্রুপ থিয়েটার ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. চঞ্চল সৈকত; দৈনিক গর্ব বাংলাদেশের প্রধান সম্পাদক উজ্জল রায়; বিডিবিএল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নেহেদ আলী; হামদর্দের সাবেক পরিচালক কাজী মনসুর উল হক; এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন সিআইপি; বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কো-কনভেনার প্রকৌশলী মামুনুর রশীদ; হেমায়ত বাহিনী যুব কমান্ড চেয়ারম্যান আ ন ম সিদ্দিক; বাংলাদেশ-অস্ট্রেলিয়া কালচারাল একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন; জয়বাংলা সাংস্কৃতিক ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ শহীদুল্লাহ দুলাল; যুক্তরাজ্য সেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম মুহিদ আলী মিঠু; বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম মমতাজুল করিম; সবুজ বাংলা আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পী সরদার; সা-রে-গা-মা কণ্ঠশিল্পী রোদসী; জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব কাজল দত্ত; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার; এফবিসিসিআই নেতা মো. আসলাম আলী; কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক শিশির রায়; চলচ্চিত্র প্রযোজক জসীম উদ্দিন; এফবিসিসিআই নেতা হাজী ফরিদ মিয়া; ডিজিটাল মেগাশপ রাজশাহীর সত্বাধিকারী মো. আব্দুল হাই সিদ্দিকী; সাংবাদিক এমএম রাজিবুল হোসেন, এফবিসিসিআই নেতা তারভীন মোহাম্মদ দিপু; চট্টগ্রাম মিডিয়া ক্লাব সভাপতি শামসুজ্জামান ভ‚ইয়া সোহেল; ময়মনসিয়হ প্রেসক্লাব নেতা আবুল বাশার শেখ; স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা বিএস পলাশ; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়য়ক আসাদুল্লাহ আসাদ, চলচ্চিত্র নায়ক ডিএ তায়েব; এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ; পাবনার মনসুর আলী কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলাম; কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহমেদ; মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন; সাংবাদিক আব্দুল খালেক; গ্রীনটিভির মার্কেটিং হেড হাফিজুর রহমান; সাংবাদিক সৈয়দ শামসুজ্জামান সেলিম; সাংবাদিক মো. নাজমুল হক মানিক; এফবিসিসিআই নেতা মো. আরিফ হোসাইন; কাঙ্গাল হরিনাথ প্রেস ক্লাব কুষ্টিয়ার সাধারণ সম্পাদক লিপু খন্দকার; কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে এম সিদ্দিকুর রহমান; মানবাধিকার কর্মী জালাল আহমেদ বাবু; কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ টিপু; সীতাকুন্ড চট্টগ্রাম ভাটিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন; মানবাধিকার সংগঠক চন্দন কুমার; অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রীন চাষি কামরুজ্জামান মৃধা; অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অনার্স এসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম; কুমারখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেন্দ্রনাথ বিশ্বাস; স্বেচ্ছাসেবক লীগের কেরানীগঞ্জ থানা শাখার নেতা পলাশ চন্দ্র; এডভোকেট আলাউদ্দিন; সাংবাদিক শামীম খন্দকার; অগ্রণী ব্যাংক পরিচালক ও সাবেক সিনিয়র জেলা জজ তানজিনা ইসমাইল; বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন; ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতা ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন যুগ্ম সাধারণ মো. মজিবুর রহমান; বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন নেতা হালিম মাহমুদ; ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতা ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জহুরুল আলম জাবেদ; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক; বঙ্গকন্যা শেখ হাসিনা চলচ্চিত্রের পরিচালক অনন্যা রুমা; আমরা কুড়ি’র সভাপতি মোস্তাক আহমেদ লিটন; বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেওয়ান নজরুল; বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য লায়ন কাজী হুমায়ুন কবির; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপিকা দিলরুমা শারমিন ও সদস্য সচিব আবু কায়সার মিলন; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কদমতলী থানার সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরকার; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ মিঠামইন শাখার সদস্য মো. আবু বকর মিয়া; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কামরাঙ্গীরচর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হুমায়ুন কবির ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সায়েম আলী, বাংলাদেশ-ভারত সম্প্রীত পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই কুমার কুণ্ডু; জাসদ কুমারখালী শাখার সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব কুমার বিশ্বাস; কুমারখালী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ দত্ত; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আবু দাউদ রিপন; বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ খোকসা উপজেলা শাখার আহ্বায়ক আবদুল মালেক প্রমুখ। বিজ্ঞপ্তি