ঢাকা   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের উন্নতি

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
  • 172 শেয়ার

স্পোর্টস ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় রদবদল হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে টানা দুই জয়ে এক লাফে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। অবনতি হয়েছে প্রোটিয়াদের। এ ছাড়া একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। পাঁচ থেকে চারে উঠে এসেছে টিম টাইগার্স। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে টানা জয়ে পয়েন্ট বেড়েছে ভারতেরও।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে চারটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তিন জয়ের বিপরীতে পরাজয় আছে একটি। পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ৭৫.০। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে হারের পর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন ধাপ অবনমন হয়ে দুই থেকে পাঁচে নেমে গিয়েছিল ভারত।

বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের জয়ে আবারও নিজেদের জায়গা পুনরুদ্ধার করে রোহিত শর্মারা। গতকাল রাজকোটে রেকর্ড ৪৩৪ রানের বিশাল জয়ে অবস্থান আরও পাকাপোক্ত করল রোহিত শর্মা বাহিনী।

এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৭টি ম্যাচ খেলে ৪টিতে জিতেছে ভারত। দুটি হার ও এক ড্র। ভারতের পয়েন্ট ৫০। পয়েন্টের শতাংশ ৫৯.৫২। শীর্ষ থেকে তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ১০টি টেস্টের মধ্যে ৬টি জিতেছেন তারা। তিনটি ম্যাচ হেরেছেন। আর একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.০০।

এক জয় ও এক হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চারে আছে বাংলাদেশ। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬। ছয়ে থাকা ক্যারিবীয়দের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। সাতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের শতাংশ ২৫.০। এ ছাড়া ভারতের বিপক্ষে টানা হারে পয়েন্ট কমেছে ইংল্যান্ডেরও। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ এখন ২১.৮৮।

মূলত পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে পয়েন্ট শতাংশের দিকেই আস্থা রাখছে আইসিসি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০