বিজনেস ফাইল ডেস্ক:
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কের অবসান হবে না বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশকে এবং এদেশের রাজনীতিকে পাকিস্তান করার যে হীন উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিলেন জিয়া, সেটা যত দিন না মানুষ ভুলে যাবে ততদিন তাকে নিয়ে এই বিতর্কের অবসান হবে না।’
শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিএনপি সাংসদ জিয়াকে নিয়ে চলমান বিতর্ক অবসানের দাবি জানান।
আনিসুল হক বলেন, ‘দেশের মানুষের যেকোনো বিষয়ে বিচার চাওয়ার অধিকার আছে। এটা সংবিধানেও আছে। সংবিধান যদি নাও থাকে, তাহলে সিআরপিসিতেও এটা জনগণের অধিকার। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমান।’
১৯৭৫ সালে ১৫ আগস্টের সেই নারকীয় হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির সাংসদকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, ‘হত্যার বিচার চাওয়ার অধিকার ২১ বছর হরণ করে রাখা হয়েছিল। আর আজ আপনি বলছেন, এই বিতর্কের অবসান হোক। আমি তো বলবো বিএনপির কারণেই এই বিতর্ক চলছে, এই বিতর্ক চলবে।’
জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বিতর্ক শেষ হবে না জানিয়ে আনিসুল হক বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনারা জাতির পিতাকে জাতির পিতা হিসেবে গ্রহণ করবেন না ততক্ষণ বিতর্ক চলবেই। তবে আপনারা জাতির পিতা হিসেবে গ্রহণ করেন আর না করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাতে কিছু আসে যায় না। বাঙালি জানে শেখ মুজিবুর রহমানই তাদের জাতির পিতা।’
এদিন সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ হারুন অর রশিদ পঁচাত্তরের ১৫ আগস্টের প্রসঙ্গ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে গত ১০ বছর যাবৎ শুনছি, অতীতেও শুনেছি। সেই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেনাবাহিনীর কয়েকজন বিদ্রোহী সেনা এই অপরাধ করেছেন। নিঃসন্দেহে এটা অত্যন্ত মারত্মক ট্রাজেডি।’ এ সময় জিয়াউর রহমানকে নিয়ে চলমান বিতর্ক বন্ধের প্রস্তাব করেন বিএনপির এই সাংসদ।