ঢাকা   ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ । ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জাপা থেকে চিত্রনায়ক সোহেল রানার পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ১২, ২০২০
  • 30 শেয়ার
সোহেল রানা
চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর ডাকযোগে পাঠানো চিঠিতে তিনি তার পদত্যাগের কথা জানিয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাতে সোহেল রানা নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বারসহ সব পর্যায়ের কমিটি থেকে আমি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছি।

পদত্যাগের কারণ সর্ম্পকে তিনি বলেন, পদত্যাগের অনেকগুলো কারণ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূলের কর্মীদের মূল্যায়ন না করা।

যারা দলের জন্য সারাজীবন কাজ করে গেছেন এসব ত্যাগীদের মূল্যায়ন না করায় দল থেকে পদত্যাগ করছি বলে তিনি উল্লেখ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০
Develoved by Bongshai IT