বিজনেস ফাইল ডেস্ক
কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ৪০১ তম মাসিক সাহিত্য সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় চেতনায় নজরুল, কবিতায় নজরুল। ৩০ আগস্ট শুক্রবার বিকেল চারটায় পল্লীকবি জসিম উদ্দিন এর ঢাকার বাড়িতে কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম কনকের বক্তব্যের মধ্যদিয়ে সাহিত্য সভার শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন করেন কবি ও সাংবাদিক আমিনুল রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, কবি শাহিনা আফরোজ, কবি ও আইনজীবী শেখ আব্দুল হক চাষী, কবি রোকেয়া রহমান, অধ্যাপক রেনু আহমেদ, আলোচনায় অংশ নেন সব্যসাচী ফারুক প্রধান, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, নজরুল গবেষক আতাউল্লাহ খান, কবি ও কন্ঠ শিল্পী মিরা খান, কবি ও সাংবাদিক সেন্টু আহমেদ, কবি ও কথা সাহিত্যিক হালিমা বেগম,কবি শাফিকুর রাহী, খুরশিদ আনোয়ার জসীমউদ্দীন প্রমুখ।