ঢাকা   ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার দাবিতে মানিকগঞ্জে বিএনপির জনসভা সংস্কার করে দ্রুত এফবিসিসিআই নির্বাচনের দাবি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের বাজিতপুরে কৃষকদল ও সরারচর স্বপ্নছায়া পর্ষদের যৌথ উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন: শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নেতাকর্মীদের সাথে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিনের মতবিনিময় জনগণের ওপর কর্তৃত্ব নয় : সিনিয়র সচিব কাজের উন্নতি না হলে বিআরটিএ বন্ধ করা হবে: সড়ক উপদেষ্টা পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন ‘২০১৯ সালে বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ’ ‘বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত’

জাতির পিতার জন্মবার্ষিকীতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০তম সিজার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৭, ২০২৪
  • 892 শেয়ার

মো. ফারুক
আজ রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বিশেষ এ দিনে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০তম সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হলো। সিজারিয়ানে জন্ম নেয়া শিশুর মায়ের নামা সুভা আক্তার ও বাবার নাম সন্দ্বীপ। বাড়ি কুলিয়ারচর উপজেলায়।
সিজারিয়ানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাবেয়া আক্তার, ডা. মুবাশ্বির আহমেদ, মেডিকেল অফিসার।
জানা যায়, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৩ লক্ষ মানুষের চিকিৎসার চাহিদার প্রয়োজনে ২০১৮ সালে ৩১ শয্যা হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়। প্রতিষ্ঠার প্রায় ৬০ বছর পর ২০২২ সালের এপ্রিল মাসে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক প্রসূতি মায়ের সিজারিয়ানের মাধ্যমে প্রথমবারের মতো অস্ত্রোপচার কার্যক্রম চালু করা হয়।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, এখানে সিজারিয়ান সেকশন চালু হবার পর থেকে মান্যবর সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম স্যারের সার্বিক দিক নির্দেশনায় এ কার্যক্রম সফলভাবে চলছে। আজকে বিশেষ দিনে ৩০০ তম সিজারিয়ান কার্যক্রমে যাদের অক্লান্ত শ্রমে সফলভাবে সিজার সম্পন্ন হলো তাদের মধ্যে সার্জন ডা. কামরুন্নাহার দিলু, ডা. মাহবুবুর রহমান (এ্যানেস:) সংশ্লিষ্ট মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স (ওটি) সহ অপারেশন থিয়েটার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত বছরের মে মাসে সেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে ‘হেলথ সিস্টেম পারফরমেন্সে’  বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দেশের ৪২৫ উপজেলার মধ্যে সেরা ১০ এ স্থান পেয়ে দেশব্যাপী আলোচিত হয়।

 

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০