ফাতেমা:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগ শ্যামপুর-কদমতলী থানা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগ শ্যামপুর-কদমতলী থানার সভাপতি এ কে এম খায়রুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন, ডিএসসিসির ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান, শ্যামপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কাজী সামিউল রহমান (অভি), শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক খুরশিদ উর রহমান মাসুদ, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মুফতি, সাধারণ সম্পাদক আলহাজ্ব শরীফ মো. আলমগীর, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু খোকন মজুমদার।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের শ্যামপুর-কদমতলী থানা শাখার সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।