
জহুরুল আলম জাবেদ :
মামুন আল মাহতাব স্বপ্নীল এবং নুজহাত চৌধুরী দম্পতির ২৫ তম বিবাহবার্ষিকী ছিল গতকাল। মানবিক ও মিষ্টি এই দম্পতি দুজনেই পেশাগত জীবনে অত্যন্ত সফল।
বিবাহবার্ষিকী উপলক্ষে তাদের বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান। এবং শহীদ বুদ্ধিজীবী কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অপথ্যালমোলজি সোসাইটির বিনোদন সম্পাদক এবং একাডেমি অব অপথ্যালমোলজির কোষাধ্যক্ষ।
উল্লেখ্য করোনাকালে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও বিশেষ সেবার জন্য ‘পাওয়ার কাপল অ্যাওয়ার্ড পান এই অতি গুনি চিকিৎসক দম্পতি মামুন আল মাহতাব স্বপ্নীল ও নুজহাত চৌধুরী শম্পা।