ঢাকা   ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার দাবিতে মানিকগঞ্জে বিএনপির জনসভা সংস্কার করে দ্রুত এফবিসিসিআই নির্বাচনের দাবি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের বাজিতপুরে কৃষকদল ও সরারচর স্বপ্নছায়া পর্ষদের যৌথ উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন: শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নেতাকর্মীদের সাথে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিনের মতবিনিময় জনগণের ওপর কর্তৃত্ব নয় : সিনিয়র সচিব কাজের উন্নতি না হলে বিআরটিএ বন্ধ করা হবে: সড়ক উপদেষ্টা পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন ‘২০১৯ সালে বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ’ ‘বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত’

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৮ টাকা বেড়ে ১২০

নির্মল বার্তা
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২০
  • 124 শেয়ার
চা শ্রমিক
চা শ্রমিক

চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ল ১৮ টাকা। এখন থেকে দৈনিক ১০২ টাকার পরিবর্তে ১২০ টাকা করে মজুরি দেয়া হবে। এ চুক্তিতে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব বর্ধিত মজুরি পাবেন চা শ্রমিকরা। আপাতত বকেয়া হিসেবে তিন হাজার টাকা করে দেয়া হবে।

টানা ১১ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত আসে। বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রভিডেন্ট ফান্ড অফিসে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিক ইউনিয়ন ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের নেতাদের বৈঠক শুরু হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মাখন লাল কর্মকার জানান, বৈঠকে দুর্গাপূজার আগেই চা শ্রমিকদের দাবি মেনে নিয়ে নতুন মজুরি দেয়ার দাবি জানানো হয়। অপরদিকে বাংলাদেশীয় চা-সংসদের নেতারা বর্তমান চায়ের বাজারের অবস্থা তুলে ধরে তার ওপর ভিত্তি করে নতুন মজুরির সিদ্ধান্ত নিতে বক্তব্য রাখেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি পঙ্কজ কুণ্ডু ও বালিশিরা ভ্যালী কার্যকরী কমিটির সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশীয় চা সংসদের তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাম ভোজন কৈরি বলেন, এখন চা শ্রমিকরা দৈনিক মজুরি ১০২ টাকার বদলে ১২০ টাকা পাবেন। চুক্তি অনুযায়ী ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এই মজুরি কার্যকর হবে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে বছরের ১৮ অক্টোবর পর্যন্ত বকেয়া মজুরি চার দফায় পরিশোধ করা হবে।

তিনি আরো বলেন, নতুন মজুরি দেয়া শুরু হবে ১৯ অক্টোবর থেকে। আপাতত বকেয়া হিসেবে মজুরির সঙ্গে অতিরিক্ত তিন হাজার টাকা করে পাবেন চা শ্রমিকরা। এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হলে চা শ্রমিকরা বর্ধিত উৎসব বোনাসও পাবেন।

গত ৭ অক্টোবর থেকে দেশের সব চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।

ভিডিও দেখতে ক্লিক করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০