ঢাকা   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চঞ্চলের ‘তু জিন্দা হ্যায়’ গাইলেন অরিজিৎ-সনু

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, জুন ৯, ২০২৪
  • 135 শেয়ার

বিনোদন ডেস্ক

ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিকে নির্মিত চলচ্চিত্র ‘পদাতিক’ এর প্রথম গান ‘তু জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে। চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমার গানে গলা মিলিয়েছেন ভারতের জনপ্রিয় দুই সংগীত শিল্পী অরিজিৎ সিং ও সনু নিগাম। গানটি মুক্তির মধ্য দিয়ে চঞ্চল, সনু এবং অরিজিৎ এর সম্মিলন যেন রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে শ্রোতা-দর্শকের মনে।

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘পদাতিক’ নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। শনিবার চলচ্চিত্রটির গান মুক্তি পাওয়ার পর সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন চঞ্চল।

গানটির দৃশ্যপটে মৃণাল সেনের চরিত্রে দেখা যায় চঞ্চলকে। অভিনেতাকে এমন কালজয়ী চরিত্রের অভিনয় দেখে দর্শকেরাও একরকম হতভম্ব।

কেউ কেউ মন্তব্য করেছেন, চঞ্চল চৌধুরী নিজেকে এমন স্থানে নিয়ে গেছেন, যে তাকে এখন বলিউড কিংবা হলিউডে দেখা গেলেও কেউ অবাক হবেন না। এর পেছনে পরিচালক বৃন্দাবন দাস এমনকি সালাউদ্দিন লাভলুর কৃতজ্ঞতাকেও তুলে ধরেছেন নেটিজেনরা।

এছাড়াও কারও কারও মন্তব্য ছিল, ‘আমাদের একজন চঞ্চল চৌধুরী আছেন যাকে বলিউডের মেগাস্টার রাও চিনতে ভোলে নি’, ‘আপনার হাঁটায় মৃণাল সেনের ব্যক্তিত্ব ফুটে উঠেছে যথার্থ’, ‘আমাদের দেশে আরও একজন বাঙালি কালজয়ী অভিনেতার জন্ম হয়েছে’।

‘তু জিন্দা হ্যায়’ গানটি মুক্তি দিয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি মিউজিক। কথা লিখেছেন শৈলেন্দ্র, সুর করেছেন সলিল চৌধুরী।

শনিবার কলকাতার নবীনা সিনেমা হলে গানটির প্রকাশনা অনুষ্ঠানে সৃজিত মুখার্জির সঙ্গে ছিলেন ‘পদাতিক’ ছবির অভিনেত্রী মনামী ঘোষ, প্রযোজক ফিরদাউসুল হাসান, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০