ঢাকা   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির সভাপতি শাকের, সম্পাদক ফাত্তাহ্ মানবকল্যাণ ও সমাজসেবায় একুশে স্মৃতি সম্মাননা পেলেন সাংবাদিক আমজাদ ফেনীর সীমান্ত এলাকা থেকে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা তিব্বতে যমুনার উৎসমুখে নদী শাসনে বদলে যেতে পারে নদী মাতৃক বাংলাদেশের মানচিত্র নির্বাচনে বেশি সময় নিলে গণঅভ্যুত্থানের মূল চেতনা বেহাত হতে পারে: অধ্যাপক বকুল টিউলিপের অর্থপাচারের অভিযোগ তদন্ত শুরু এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পিকআপ, নিহত ৩

গোল্ডেন বল রুদ্রিগেজের, বুট আর গ্লাভস দুই মার্টিনেজের দখলে

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
  • 160 শেয়ার

ক্রীড়া ডেস্ক
গেলবারের কোপা আমেরিকার শিরোপা জিতে ২৯ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। তারপর বিশ্বকাপ জয়। এরপর আবারও চলতি কোপা আমেরিকার শিরোপা। এই নিয়ে টানা দুইবার আর সবমিলিয়ে ১৬ বার কোপার শিরোপা ঘরে তুলল আলবিসেলেস্তেরা। আর লিওনেল মেসির ইনজুরি সত্বেও এবারের শিরোপা জয়ের বড় অবদান লাউতারো মার্টিনেজ আর এমি মার্টিনেজের।

দীর্ঘকাল আর্জেটিনাকে বলতে গেলে একাই টেনেছেন মেসি। অথচ আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জেতায় মেসি থাকলেন পার্শ্বচরিত্র হয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ৬ ম্যাচে ৫ গোল করে জিতে নিয়েছেন এবারের আসরের গোল্ডেন বুট। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে।

আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই গোল হজম করেননি মার্টিনেজ।

তবে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল আর্জেন্টিনা ঘরে তুলতে পারেনি। কলম্বিয়াকে ফাইনালে তুলতে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া হামেস রদ্রিগেজই নির্বাচিত হয়েছেন এবারের আসরের সেরা খেলোয়াড়। আসরে ১টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে সবাইকে পেছনে ফেলেছেন হামেস। মেসির (৭) পর দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিগ চান্সও তিনিই তৈরি করেছেন। সব মিলিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পথে হামেসের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না। তবে ২৩ বছর পর দলকে ফাইনালে তুললেও শেষটা রাঙাতে পারেননি তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০