ঢাকা   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গোমস্তাপুরে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, মে ৬, ২০২৪
  • 74 শেয়ার

গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (০৪ মে) বিকেলে রহনপুর ডাক বাংলো চত্বরে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি ও গোমস্তাপুর উপজেলা স্বাধীন প্রেস ক্লাবের সহ-সভাপতি দুলাল আলীর আয়োজনে ও সভাপতিত্বে কেক কর্তন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, রহনপুর ইউনিয়ন পরিষদের সচিব
মুরশালিন, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সহ সম্পাদক আল মামুন বিশ্বাস, সাংবাদিক শাহীন, এরশাদ, সামিরুল ইসলাম প্রমূখ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০