Agaminews
Dr. Neem Hakim

গাজায় ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি নিহত


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন /
গাজায় ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছেন। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি সেনাবাহিনী লক্ষ্য করে হামলা চালালে দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়।

এর আগে ওই এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছিল ইসরায়েল।

গাজার কেন্দ্রস্থলে একটি বাড়িতে অপর এক হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের কিছু অংশে বিস্ফোরক দিয়ে বাড়িঘর ও ভবন ধ্বংস অব্যাহত রেখেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা যুদ্ধ শুরু করেছে যার ফলে প্রায় ৬০,০০০ হতাহত, ব্যাপক বাস্তুচ্যুতি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা আন্তর্জাতিক নিন্দা এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।