ঢাকা   ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

গণহত্যায় সমর্থন দেয়া পুলিশ ও সাংবাদিকের বিচার হবে

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
  • 40 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
পুলিশ-সাংবাদিকসহ অনেকেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই গণআন্দোলনের বিপক্ষে কাজ করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালানো পুলিশ সদস্যদের কেউ ছাড় পাবে না।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। যে কোন মূল্যে আন্দোলন দমনের করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়েই প্রাণ হারায় হাজারও ছাত্র জনতা। আহত কয়েক হাজার।

আন্দোলনে আহত অনেকের এখনও দিন কাটছে হাসপাতালে। কবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সেটিও অজানা। রোববার বিকেলে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে অনুদান তুলে দেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

পরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের মধ্যে যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উস্কানিদাতা ছিলো এবং গণহত্যার সমর্থন করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। অন্যায়ভাবে কারো বিরুদ্ধে মামলা হলে, তা খতিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আন্দোলনে আহত-নিহতদের আর্থিক অনুদান দেয়া হচ্ছে। আহতদের বিদেশে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা স্পেশাল ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করব। গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন, তারা দেশের বীর সন্তান। আন্দোলনে বিভিন্ন দলের যেসব নেতাকর্মী জীবন দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগকে আমরা স্বীকৃতি দেই।

ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতিরভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই বিপ্লবে নিরস্ত্র সাধারণ ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। দ্রুতই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

উপদেষ্টারা জানান, এদিন সারা দেশে ১৭৬ জনকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা সহায়তা দেয়া হয়েছে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র পক্ষ থেকে উপদেষ্টারা এ সহায়তা দেন। আন্দোলনে হতাহতদের জন্য হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইট চালু করা হয়েছে জানিয়ে তারা আরও বলেন, ১৬০০০ নম্বরে সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কল করে সমস্যা ও সহায়তার কথা জানানো যাবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০