
সজল রায় খোকসা:
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত।
তিনি বলেন,, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের পরিবর্তিত রূপ যারা যারা আছে, বিএনপি-জামায়াতসহ আজকে যারা মৌলবাদী ধর্মান্ধ, জঙ্গিবাদীর পৃষ্ঠপোষক, সেই অপশক্তিরা আজও বসে নেই। তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা বিভিন্ন ভাবে অপকর্ম করছে।
তিনি আরো বলেন, বিএনপি আজকে রাজনীতির নামে আওয়ামী লীগ সরকারের পটপরিতর্বনের জন্য ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদদের মদদ দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। শেখ হাসিনার নেতৃত্ব যতদিন থাকবে ততদিন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। কোনো অপশক্তিকে বাংলার ১৭ কোটি মানুষ কোনো প্রশ্রয় দিবে না। বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিমুলীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ খান, খোকসা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, খোকসা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সাহেব আলী, আওয়ামী লীগ নেতা সামসুজ্জামান দ্বীন, খোকসা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাপী বিশ্বাস রাজু, খোকসা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সজল রায়, শোমসপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টন, খোকসা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামসহ খোকসা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।