কোভিড-১৯ ভ্যাকসিনের ২য় ডোজ নিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা নাজমুল ইসলাম লিটন
মো. ছালদার রহমান :
করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সঠিক সময়ে প্রবেশ করেছে বাংলাদেশে। দেশে টিকা আসার শুরু থেকেই নানামুখী আলোচনা চলছে। টিকা নেওয়া-না নেওয়ার বিষয়ে এখনো দ্বিধা প্রকাশ করেছেন অনেকেই। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে করোনা প্রতিরোধক ২য় ডোজ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের সভাপতি আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন ।
২য় টিকা নেওয়ার পর তিনি বলেন, দেশে টিকা আসার পর থেকেই নানা ধরনের বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে। আসলে টিকা না নিলে তো বোঝার উপায় নেই এটার প্রতিক্রিয়া কী হবে? আলহামদুলিল্লাহ আমি ১ম টিকা ফেব্রুয়ারি মাসে নিয়েছি কোন সমস্যা হয়নি। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি বলবো কারো অপপ্রচার এ কান না দিয়ে আপনারা আল্লার উপর ভরসা ও প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে সকলে টিকা গ্রহণ করুন। সঠিক সময়ে দেশে করোনা প্রতিরোধক টিকা আনায় ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি মহান আল্লাহর কাছে দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।