ঢাকা   ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বাজিতপুরে নেতাকর্মীদের শতাধিক বৃক্ষরোপন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
  • 162 শেয়ার

বাজিতপুর প্রতিনিধি
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে বাজিতপুর উপজেলা ছাত্রলীগের ৩টি ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সরারচর, হালিমপুর ও হিলচিয়া ইউনিয়ন শাখার সভাপতি/সাধারণ সম্পাদক উক্ত কর্মসূচীতে নেতৃত্ব দেন।
জানা যায়, ২৭ এপ্রিল (শনিবার) কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বাজিতপুর উপজেলায় বিভিন্ন স্থানে আম, কাঠাল, নিম, আমলকি, জামগাছসহ শতাধিক গাছ রোপন করা হয়েছে।


বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রাউফুল আলম আলভি, সরারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রনিক মিয়া, সাধারণ সম্পাদক মো. নয়ন মিয়া, হালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তসলিম উদ্দিন পাপন ও সাধারণ সম্পাদক আশিবুল হক শান্ত, হিলচিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সিনহা, সরারচর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান শান্তসহ নেতাকর্মীরা।
বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনের সার্বিক তত্ত¡াবধানে আমরা এ কর্মসূচী পালন করছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় আগামীদিনগুলোতে আরো বৃক্ষরোপণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০