কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘বিসিক অনলাইন পণ্যমেলা-২০২১’ । বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়া কর্তৃক আয়োজিত অনলাইন পণ্যমেলায় ১৭৩ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন।
শনিবার (৭ আগস্ট) এ অনলাইন মেলার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান।
বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
১৫ দিনব্যাপী অনলাইন মেলার উদ্বোধন শেষে বিসিক চেয়ারম্যান দ্বিতীয় অনলাইন মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১৫ জন উদ্যোক্তাকে নিবন্ধন সনদ প্রদান করেন । এরপর বিসিক চেয়ারম্যান ‘মুজিববর্ষ’ ও ‘জাতীয় শোকদিবস’ পালনের অংশ হিসেবে কুষ্টিয়া বিসিক কার্যালয়ে বৃক্ষরোপণ করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি আরও সংযুক্ত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী মো. রবিউল ইসলাম, বিসিক আঞ্চলিক পরিচালক (খুলনা) কাজী মাহবুবুর রশিদ, বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, উইম্যান এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা।