ঢাকা   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুলাউড়ায় বন্যা দূর্গত এলাকায় সেনাবাহিনীর ত্রান বিতরণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২৪, ২০২৪
  • 87 শেয়ার

সায়েম আলী, মৌলভীবাজার প্রতিনিধি

কুলাউড়ার টিলাগাঁওয়ে মনু নদীর ভাঙনে সৃষ্ট বন্যায় আক্রান্ত লোকজনের মধ্যে ত্রান বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।

২৪ আগস্ট (শনিবার) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারীর নেতৃত্বে ত্রান বিতরণ কার্যক্রম ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, লে: কর্ণেল সাজ্জাদুর আহসানসহ সেনা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। জিওসি হাজারী বলেন, এই দুঃসময়ে বন্যা আক্রান্তদের পাশে সবাইকে দাঁড়ানোর এখনোই সময়। যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোন পার্থক্য নেই। আমরা সেনা বাহিনী হলেও আমাদের পোশাক খুলে ফেললেই সবাই এক। সেনা বাহিনীর সৈনিকদের খাবারের একটা অংশ থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমান এই ভয়াবহ পরিস্থিতিতে সেনা বাহিনীর মতো সকলকে বন্যার্তদের পাশে থেকে কাজ করার আহবান জানান তিনি।

এছাড়াও ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সেনা বাহিনীর মেজর রিয়াদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সেনা বাহিনীর ক্যাপ্টেন আদনান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, ওসি মো. আলী মাহমুদ ও টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক প্রমূখ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০