
কুমারখালী প্রতিনিধি
প্রিন্সিপাল আকমল হোসেন রচিত স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ সংকলন “করোনাকালীন কলাম” বই-এর প্রকাশনা উৎসব গত মঙ্গলবার কুমারখালী জেএন হাই স্কুলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের কুমারখালী শাখার সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব আবুল কাশেম মাসুদ, কুমারখালী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ শরীফ হোসেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, দৈনিক বিজনেস ফাইল সম্পাদক ও প্রকাশক অভি চৌধুরী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জি.এম শহীদুল আলম দিপু, রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক নুরুদ্দীন আহমেদ, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. আবু নাসের রাজীব ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার বক্তব্য রাখেন।