কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে প্রবীণ সাংবাদিক সিদ্দিকুর রহমানের মৃত্যু

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে কে এম সিদ্দিকুর রহমান (৬০) নামের এক প্রবীণ সাংবাদিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১১ মে) সকাল ৮ টার দিকে পৌরসভার এলংগীপাড়া গ্রামের নিজবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি কুমারখালী রিপোটার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক বিজনেস ফাইল পত্রিকার উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। কুমারখালী রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক আবু দাউদ রিপন জানান, সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমান প্যারালাইজড, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানান রোগে ভুগিতেছিলেন। তিনি শরীরে প্রচন্ড ব্যাথা অনুভব করতেন। সেজন্য ব্যাথা কমানোর জন্য তিনি এক ধরনের কম্পনযন্ত্র দ্বারা থেরাপি গ্রহণ করতেন। সেই থেরাপি গ্রহণের সময় বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটার দিকে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, সাংবাদিক সিদ্দিক সাহেব বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে আসার আগেই মারা যান। অপরদিকে সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমানের অকাল মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ । বৃহস্পতিবার বাদ আছর মরহুমের নিজ বসত বাড়িতে জনাজা শেষে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু দাউদ রিপন, সহ সভাপতি মনোয়ার হোসেন, এম এ ওহাব, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাহেব আলী, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম শাহিন, নাট্যকার লিটন আব্বাস, সাংবাদিক মামাবুব আহসান উল্লাস, সোহাগ মাহামুদ, রাকিব হাসান, সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।

বিজনেস ফাইল সম্পাদকের শোক: কুমারখালীতে প্রবীণ সাংবাদিক কে এম সিদ্দিকুর রহমানের আকস্মিক মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরী।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।