কুমারখালী থেকে আবু দাউদ রিপন:
কুষ্টিয়া কুমারখালীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সোমবার সকাল ৬টায় শ্রমিক লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধুর মূরালে পুষ্প অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। বিকাল ৫ টায় কুমারখালী পৌর বাস টার্মিনালে জাতীয় শ্রমিক লীগ কুমারখালী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সদ্দাম হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ মান্নান খান। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান, প্রচার সম্পাদক সুভাষ দত্ত, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক খান, সদকী ইউনিয়নের চেয়ারম্যান আঃ মজিদ, সাবেক কেন্দ্রীয় নেতা জাকারিয়া খান জেমস, কুমারখালী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জীবন হাসান সোহেল সহ শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ । অনুষ্ঠান আয়োজন করেন জাতীয় শ্রমিক লীগ কুমারখালী উপজেলা শাখা।