ঢাকা   ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কমালা হ্যারিস নির্বাচনে জিতলে ইসরায়েল ‘ধ্বংস’ হয়ে যাবে : ট্রাম্প কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীদের কন্ঠে কন্ঠে জাতীয় সংগীত শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : তাজুল ইসলাম উপজেলা পরিষদে কর্মরত মালীদের স্থায়ীকরণের দাবি দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪) দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪) রিহ্যাব পরিচালক ও লায়ন দেওয়ান নাসিরুল হকের জন্মদিন উদযাপন এফবিসিসিআইতে প্রশাসক নাকি পুনঃগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক-এর ত্রাণ বিতরণ কমিটির অন্যতম সদস্য হলেন খান আকতারুজ্জামান হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ও শহীদুল হক রিমান্ডে

কারিগরি শিক্ষার প্রসারে প্রায় তের হাজার নতুন পদ

নির্মল বার্তা
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ৪, ২০২০
  • 82 শেয়ার
কারিগরি

দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার প্রসারে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১২ হাজার ৬০৭টি পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার।

সারাদেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজের অগ্রগতির জন্য এসব পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে এক হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন ক্যাডার পদ সৃষ্টি করা হবে।

প্রথমে এক হাজার ২৪৪টি ক্যাডার এবং ১২ হাজার ৭২৮টি নন-ক্যাডার পদ মিলিয়ে মোট ১৩ হাজার ৭২টি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে অর্থ বিভাগের রাজস্ব খাত এক হাজার ৬১টি ক্যাডার এবং ১১ হাজার ৫৪৬টি নন ক্যাডার মিলিয়ে মোট ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টির বিষয়ে সম্মত হয়। ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে এসব পদে নিয়োগ সম্পন্ন হবে।

এ বিষয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, গত বছর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এর চাহিদা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছিল। পরে বিষয়টি অর্থ বিভাগে পাঠানো হয়। অর্থ বিভাগের সম্মতিও পাওয়া গেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ জারি করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০