ঢাকা   ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কল্যানপুর নাগরিক কমিটির আয়োজনে এন্টি ক্রাইম সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
  • 16 শেয়ার

আবু তোহা, বিশেষ প্রতিনিধি
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কল্যানপুর নাগরিক কমিটির পক্ষ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে এক মতবিনিময় সভা নাগরিক কমিটির সভাপতি আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কল্যানপুর মডেল থানার বিট অফিসার মাহমুদুন্নবী, মিরপুর থানা বিএনপির আহবায়ক আবুল বাশার, নাগরিক কমিটির নেতা খায়রুল আনাম, আনোয়ার হোসেন আনু, রুস্তম আলী, রফিকুল ইসলাম, মনির হোসেন, ফয়েজ উদ্দিন, শাহাবুদ্দিন ও বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি মোঃ আবু তোহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিগত সময়ের ফ্যাসিবাদী নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারা চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মাদক দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের যুবকদের ধ্বংস করছে। সেজন্য যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের আস্তানা পাওয়া যাবে তা সকলে মিলে প্রতিরোধ করতে হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০