করোনায় মারা গেলেন সাংবাদিক জহুরুল আলম জাবেদের বড় বোন

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

বিজনেস ফাইল ডেস্ক:
স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন আপনার স্বাস্থ্যের ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন-(বিসিআরএ) ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জহুরুল আলম জাবেদের বড় বোন ছালেহা ফাতেমা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৩ বছর। তিনি স্বামী, এক কন্যা, এক পুত্র ও নাতি রেখে গেছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মধ্যপাড়ায় অবস্থিত মরহুমার নানা হাজী সুরুজ বেপারী প্রতিষ্ঠিত এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে রাত ৮ ঘটিকায় ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন জানাজায় উপস্থিত মুসল্লিগণ।