করোনায় একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

বিজনেস ফাইল ডেস্ক:

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু্। এর আগে ১৪ এপ্রিল মারা যান ৯৬ জন, ১৫ এপ্রিল মারা যান ৯৪ জন এবং আজ মৃত্যু একশ’ ছাড়িয়ে গেলো। এ নিয়ে ১০ হাজার ১৮২ জন মারা গেলেন করোনায়।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। এতে শনাক্ত হন ৪ হাজার ৪১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় বুধবার থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।