বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম মাসুদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম মাসুদ উপজেলার বানিয়াগ্রামের মোতালেব মিয়ার ছেলে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে মাসুদ বানিয়াগ্রাম বাজার থেকে পুলেরঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পুলিশ তেলবাহী ট্রাকটি আটক করেছে।