কটিয়াদীতে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১,

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

রতন ঘোষ, কটয়িাদী
কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপের ধাক্কায় মোটর সাইকেলের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১জন।
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ভোগপাড়া নামক স্থানে সোমবার ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকলে চালক বোরহান মিয়া (২৫) ও আহত ফরিদ মিয়া (২০)। এদের দুজনেরবাড়ী জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ানের নোয়াকান্দী গ্রামে। নিহত বোরহান মিয়া আমির উদ্দিনের ছেলে। তারা দুজন সহোদর চাচাতো ভাই ।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা দুইজন মটর সাইকেল যোগে কটিয়াদীর দিকে যাচ্ছিল। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক বোরহান মিয়া মারা যায়। আহত ফরিদ মিয়া (২০) কে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক মুয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।