ঢাকা   ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এসই’র উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন

নির্মল বার্তা
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ১৬, ২০২০
  • 206 শেয়ার
ডায়াবেটিস
সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্বন্ধে সঠিক ধারনা প্রদান করছেন লেখক ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম

বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ বিভিন্ন স্থানে র‌্যালি আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা হয়েছে। রোববার ‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’ প্রতিপাদ্য নিয়ে কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে এসই’র উদ্যোগে রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্বন্ধে সঠিক ধারনা প্রদান এবং ডায়াবেটিস সম্বন্ধে কুসংস্কারদূরীকরণ করার লক্ষ্যে ফ্রি সুগার টেস্ট করা হয়। এছাড়া একটি পথসভারও আয়োজন করা হয়।

এসো সচেতন হই (এসই)সোসাইটি সামাজিক সচেতনতামূলক একটি আন্দোলন। লেখক ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম ‘নয় মূখতা চাই সচেতনতা’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালে ‘এসো সচেতন হই সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।

তিনি মনে করেন, ডিজিটাল এই যুগে আমরা একদিকে যেমন ব্যস্ত হয়ে পড়েছি অন্যদিকে আমরা অনেকে অনেক কিছু গভীরভাবে বিশেষ করে দৈনন্দিন বিষয় সম্বন্ধে জানার বা বুঝার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখছি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০