ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

এমজেসিবি’র আয়োজনে দোয়া অনুষ্ঠিত

নির্মল বার্তা
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ১৪, ২০২০
  • 117 শেয়ার

মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের (এমজেসিবি) আয়োজনে বাড্ডায় সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, সদস্য রেজাউল করিম এবং সদস্য মনির উদ্দিন ফিরোজের মৃত্যুতে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বুধবারের দোয়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ডাকের সিনিয়র সাব-এডিটর বাদল চৌধুরী মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, আমাদের সংগঠনের তিনজন প্রতিভাবান ভদ্র ও ভালো মনের মানুষ পরপারে চলে গেছেন। এতে সংগঠনের তথা সাংবাদিক অঙ্গনে শূন্যতা অনুভব করছি, এই শূন্যতা পূরণ হবার নয়।

এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের কার্যনির্বাহী কমিটির রাহাত হুসাইন ভূঁইয়া, আনিসুল ইসলাম পলাশ , রিপন হাওলাদার , এডভোকেট নূর হোসেনসহ দারুল ফুলুন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক, ছাত্রবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি সাইদুর রহমান।

উল্লেখ্য আবুল কালাম আজাদ ২৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও প্রায় তিন যুগের মতো দৈনিক ইত্তেফাকে চাকুরী করেন। পরবর্তীতে তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা এবং দৈনিক বাংলার ডাকে কর্মরত ছিলেন।

রেজাউল করিম ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন যুগ্ন- সম্পাদকের দায়িত্ব পালন করেন ও দৈনিক বাংলার ডাকে কর্মরত ছিলেন। মনির উদ্দিন ফিরোজ অপু ৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য ও ডেইলি সান পত্রিকায় কর্মরত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০