ঢাকা   ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

এফবিসিসিআই সংস্কার বিষয়ে জীবী সদস্যদের মন্তব্য

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪
  • 54 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক

 

নিজেদের ব্যবসা বাড়ানো জন্য এফবিসিসিআইতে আসা চলবে না

আমরা চাই না এফবিসিসিআইতে সেক্টর ভিত্তিক মাফিয়া আসুক। নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য এফবিসিসিআই তে আসলে চলবে না সকলকে বড় হবার সুযোগ দিতে হবে। ৪০ জনের বেশি পরিচালনা পর্ষদ হওয়া উচিত নয় এখানে।

গিয়াস উদ্দিন চৌধুরী খোকন
অন্যতম নেতা, বৈষম্য বিরোধী পরিষদ

এসিআইয়ের মতো প্রতিষ্ঠান চাল-ডাল-আটা-চিপস বিক্রি করছে

সেক্টর ভিত্তিক প্রতিনিধিতে আমার আপত্তি রয়েছে। একই সেক্টরে অনেকগুলো এসোসিয়েশন থাকতে পারে। এতে ওই সংগঠনের ভোটের সংখ্যা বেড়ে যায়, এদের শক্তি বেড়ে যায়। অন্যরা ওদের সাথে পেরে ওঠে না। বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে এখানেও তাই ঘটে। ভারতে যেটা হয় না আমাদের এখানে সেটা হয়। ভারতে বড় গ্রুপ ছোট ব্যবসা করে না অথচ আমাদের দেশে প্রাণ, এসিআই এর মত বড় প্রতিষ্ঠান চাল-ডাল আটা চিপস,মুড়ি বিক্রি করছে। এটা হতে দেওয়া ঠিক নয়। কাজেই এফবিসিসিআই তে ব্যাপক সংস্কার প্রয়োজন।


আমির হোসেন নূরানী
সাবেক পরিচালক, এফবিসিসিআই

 

সালমান-আকবর-মাহবুবদের জন্য আজ ব্যবসায়ীদের পালিয়ে বেড়াতে হচ্ছে

এফবিসিসিআই ব্যবসায়ীদের প্রধান সংসদ অথচ এই সংগঠন দিয়ে বিগত দিনে যা করা হয়েছে তা লজ্জার। বিশেষ করে গত নেতৃত্ব যা করেছে এটা কোন ব্যবসায়ী আশা করেনি। রাজনীতি করে এই সংগঠনকে বারোটা বাজানো হয়েছে। ব্যবসায়ী হয়েও যেন অপরাধ করে ফেলেছি নিজের কাছে এমনটা মনে হয়। সালমান সাহেব, আকবর সোবহান, মাহবুব আলমরা যা করেছেন তার জন্য আজ ব্যবসায়ীদের পালিয়ে বেড়াতে হচ্ছে। আমরা দেশের প্রধান চালিকাশক্তি, অথচ আজ আমাদের কষ্ট আজ দেখে কে? ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ইমপোর্ট, এক্সপোর্ট সবকিছুই ঝামেলা তৈরি করা হয়েছে। সংস্কার করেই এফবিসিসিআই নির্বাচন হওয়া উচিত। এফবিসিসিআইতে একসময় নির্বাচন ছিল। জীবী সদস্য দের গুরুত্ব ছিল অথচ আজ কিছুই নেই। আমরা এগিয়ে যেতে চাই।

-মাসুদ খান
সাবেক সভাপতি: বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন কনভার্শন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন
সত্বধিকারী; সিএনজি ফিলিং স্টেশন (জিবি ৩৭৫)

 

আমার জীবনে একটি বড় ভুল এফসিসিআইতে আসা

গত ৩০ বছর চেষ্টা করেও কেবলমাত্র অশুভ শক্তির কারণে পরিচালক হতে পারিনি। শুধু ঘুরেই যাচ্ছি। জীবনের অনেক ভুলের মধ্যে এফবিসিসিআইতে আসাটাও ছিল আমার জীবনের একটি বড় ভুল। সব সময় ৩০-৪০ জনই এবিসিসিআইতে দেখেছি তারাই নেতৃত্ব দেয়। নানা কাহিনী তৈরি করে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। এফবিসিআইতে সকল পদে নির্বাচন নিশ্চিত এখন সময়ের দাবি। জনকাংখা অনুযায়ী এর এফবিসিসিআই সাজানো প্রয়োজন।

লিয়াকত আলী ভূঁইয়া
সিনিয়র সহ-সভাপতি, রিহ্যাব

 

নির্বাচনের পরও আমরা ছায়া সরকার হিসেবে থাকবো

৬ আগস্ট থেকে পরিচালকদের স্টেপ ডাউন করার আগ পর্যন্ত আমরা মাঠে ছিলাম এখনো আছি। নির্বাচনের পরও আমরা ছায়া সরকার হিসেবে থাকবো। যোগ্য ব্যক্তিদের নির্বাচিত হবার ব্যাপারে আমরা ভূমিকা রেখে চলব। বিগত দিনে যারা পরিচালক হয়েছিলেন ওইসব পরিচালকের ভূমিকা সঠিক ছিল কিনা এটাও এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে ওরা এফবিসিসিআই থেকে তাদের স্বার্থ বের করে নিয়েছে। দুবারের বেশি পরিচালক হতে পারবে না এ বাক্যের আগে জাস্ট ইতিপূর্বে শব্দটা লাগাতে হবে।

মো. জাকির হোসেন
অন্যতম নেতা, বৈষমবিরোধী সংস্কার পরিষদ

 

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০