
সাহিত্য ডেস্ক :
বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও নির্মাতা রেজানুর রহমান আবারও গ্রুপ থিয়েটার ফেডারেশান ভুক্ত নাট্য সংগঠন এথিক’এর সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্যকার নির্দেশক অপু শহীদ। সম্প্রতি এথিক’এর এক সভায় আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজানুর রহমান। ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হাসনে আরা ডালিয়া, রবিউল হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মনি কানচন, অর্থ সম্পাদক সুকর্ন হাসান, সাংগঠনিক সম্পাদক মিন্টু সরদার, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক হাসান রিজভী, কার্যকরী সদস্য যথাক্রমে শামসুর রহমান, ইমতিয়াজ আসাদ ও প্রদীপ কুমার বিশ্বাস।