এক হাজার নারী উদ্যোক্তা পেলেন ৫ কোটি টাকা অনুদান

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

জহুরুল আলম জাবেদ

দেশের ১ হাজার নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান ২০২২’ আয়োজনে এ অনুদান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে বাংলাদেশকে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং জেন্ডার সমতার এক রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, শমী কায়সার (সভাপতি, ই-ক্যাব) ও নাসিমা আক্তার নিশা (প্রতিষ্ঠাতা ও সভাপতি, উই)।

অনুষ্ঠানে জানানো হয়, সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম বা অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত আবেদন আইডিয়া প্রকল্প গঠিত একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে ১ হাজার উদ্যোক্তা নির্বাচন করা হয়। এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত ১ হাজার নারী উদ্যোক্তাকে আইডিয়া প্রকল্প থেকে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান হিসেবে মোট ৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়।