ঢাকা   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাথে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স-এর মতবিনিময় সভা ‘কাউন্টডাউন শুরু’ স্ট্যাটাস দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম তাপসী ওএসডি চার মাস বেতন বন্ধ কিশোরগঞ্জের কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩২২ সিএইচসিপির বাজিতপুর জেলার দাবিতে আইআইবিএইচবি’র আলোচনা সভা ২০১৮ সালেই এমজেএফ সম্মাননা গ্রহণ করেন লায়ন খান আকতারুজ্জামান শেরপুরে ‘স্মরণকালের’ ভয়াবহ বন্যায় দুই শতাধিক গ্রাম প্লাবিত, মৃত্যু বেড়ে ৭ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন আজকের পর্ব (৭): ‌ক্ষণিকের জীবন লালমনিরহাটে কলেজছাত্রীর ধর্ষণের ভিডিও করে ভয় দেখিয়ে ফের ধর্ষণ, গ্রেফতার ৬ দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (রোববার, ০৬ অক্টোবর ২০২৪)

উয়েফা বর্ষসেরা ফুটবলার লেভানডোভস্কি

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ৩, ২০২০
  • 77 শেয়ার
লেভানডোভস্কি
রবার্ট লেভানডোভস্কি

উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানডোভস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ একটি মৌসুম উপহার দিয়ে ক্লাবটিকে ট্রেবল জয়ের স্বীকৃতি হিসেবে এ খেতাবে ভূষিত হলেন পোলিশ তারকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জেনেভায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং নির্ধারণী অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরার পুরস্কার। ২০১৯-২০ মৌসুমের শিরোপা জয়ের কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত হলো নতুন মৌসুমের এ ড্র।

মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৪৭টি ম্যাচ খেলে ৫৫টি গোল করেছেন পোল্যান্ডের এ স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও ক্লাবটি জয় করেছে বুন্দেস লিগা ও জার্মান কাপও। বর্ষসেরার প্রতিদ্বন্দ্বিতায় তিনি পেছনে ফেলেছেন সতীর্থ ম্যানুয়েল নায়ার ও ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনাকে।

পুরস্কার গ্রহণের পর রবার্ট লেভানডোভস্কি বলেন, এ অনুভুতি অসাধারণ। কারণ আপনি কঠোর পরিশ্রম করেছেন। যে কারণে এ পুরস্কারটি স্পেশাল। এ জন্য আমি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে কোচকে, যিনি আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছেন। একই সঙ্গে আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সমর্থন জুগিয়েছেন। এ অর্জনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ।

চ্যাম্পিয়ন্স লিগে আগের মৌসুমে সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতে নিয়েছিলেন লেভানডোভস্কি। ১০ ম্যাচে ১৫টি গোল করেছিলেন তিনি। তন্মধ্যে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে এক ম্যাচে ১৫ মিনিটের মধ্যে চার গোল করেছিলেন তিনি।

৩২ বছর বয়সি এ তারকা ৩৪ গোল করে গত বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখল করেছেন। এ নিয়ে জার্মান লিগে পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতার আসন লাভ করেছেন ২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে পাড়ি জমানো এ তারকা।

উয়েফা বর্ষসেরার লড়াইয়ে ৪৭৭ ভোট পেয়ে সেরা হয়েছেন রবার্ট লেভানডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা মিডফিল্ডার হওয়া ম্যানচেস্টার সিটির ডি ব্রুইনা পেয়েছেন ৯০ ভোট। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া ম্যানুয়েল নয়ার বর্ষসেরার লড়াইয়ে পেয়েছেন ৬৬ ভোট।

এছাড়া আসন্ন ব্যালন ডি’অর খেতাব জয়ের পথেও ফেভারিটের তালিকায় রয়েছেন রবার্ট লেভানডোভস্কি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০