ঢাকা   ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত বাজিতপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি গাজার ধ্বংসস্তূপে অবিস্ফোরিত বোমা সরাতে লাগবে এক দশক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার

উপদেষ্টার সিদ্ধান্তহীনতায় গার্মেন্টস শিল্পে মারাত্মক ক্ষতি হচ্ছে: আলোচনা সভায় বক্তারা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ৬, ২০২৪
  • 103 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক

দেশের অর্থনীতি ও মানুষের কল্যাণে এ শিল্প রক্ষার দায়িত্ব আমাদের সকলের শীর্ষক আলোচনার আয়োজন করে ‘ফোরাম ‘। গতকাল সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে গার্মেন্টস শিল্পের মালিকগন বক্তব্য রাখেন। গার্মেন্ট শিল্পে বর্তমানে যে অসন্তোষ চলছে এর জন্য বক্তারা সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট অবহেলাকে দায়ী করেন। দেশের সর্ববৃহৎ রপ্তানি খাত বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। গত ৪০ বছরে যে সমস্যা তৈরি হয়নি এখন এমন সমস্যা উদ্ভবের কারণ কি বক্তারা উপদেষ্টা কে জিজ্ঞাসা করেন?


কি কারনে গার্মেন্টস শিল্পকে এভাবে ধ্বংস করা হচ্ছে? তারা বলেন যে গার্মেন্টসে সবকিছু ঠিক আছে তারপরও কেন ধ্বংস করা হচ্ছে? অগ্নিসংযোগ করা হচ্ছে? আমরা সংশ্লিষ্ট উপদেষ্টা কে দুবার এত ভাবে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি? বক্তারা বিজিএমইএ’র বর্তমান কমিটিকেও একটি অযোগ্য কমিটি বলে দাবি করেন। তারা ঠিক থাকলে এ ধরনের ধ্বংসযজ্ঞ হতে পারে না। এখন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের পাসপোর্ট চাওয়া হচ্ছে। ব্যাংক সুদের হার ১৪ /১৫ পার্সেন্টে গিয়ে ঠেকেছে। এখন ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে না। ব্যাংক টাকা দিতে পারছে না এ দায়ও কি আমাদের? ব্যাংকে এখন লোকজনও কম। মোটকথা গার্মেন্টস শিল্পে যে অসন্তোষ হচ্ছে সেটা মানব সৃষ্ট। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক পরিচালক ফোরামের মহাসচিব আব্দুর রশিদ হোসেন। শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের পর জুলাই আগস্টে শহীদদের স্মরণে দোয়া ও নীরবতা পালন করা হয়। এরপর তারেক ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তহিদুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বক্তব্য রাখেন সাবেক সভাপতি ড. রুবানা হক, সীমা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন মহিন, আয়াত উদ্দিন আহমেদ কায়সার,জেমস গ্রুপের এমডি স্বপন বড়ুয়া, আলফা গ্রুপের এমডি আব্দুল মমিন, রাওয়া ফ্যাশনের এমডি আবুল হাসনাত, ওয়াল কম্পজিটের এমডি মোহাম্মদ নাসির উদ্দিন প্রমূখ। একজন বক্তা বলেন আমরা সরকারকে আমাদের গার্মেন্টসের চাবি বুঝিয়ে দিতে চাই, তারা চালাক। দেশের এমন ক্লান্তিকালে গার্মেন্ট সম্বন্ধে জ্ঞানের অভাব রয়েছে। আর গার্মেন্টস খুলে রাখতে পারছিনা। ভারত এক্সপোর্ট করে ২৫ বিলিয়ন অথচ আমরা এক্সপোর্ট করি ৪২ বিলিয়ন। এরশাদের পিয়ডে আমরা যে সম্মান পেয়েছি পরবর্তীতে আর আমরা কখনো সম্মান পাইনি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০