ঢাকা   ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে ফ্রেঞ্চ ওপেন জয় নাদালের

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ১২, ২০২০
  • 110 শেয়ার
নাদাল
রাফায়েল নাদাল

লড়াইটা ছিল ২ ঘণ্টা ৪৩ মিনিটের। এই লড়াইয়ে রাফায়েল নাদালের কাছে শেষ পর্যন্ত হার মানলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। ১৩ তম ফ্রেঞ্চ ওপেন জিতে রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়েছেন নাদাল।

রোববার অনুষ্ঠিত ফাইনালে নাদালের সামনে দাঁড়াতেই পারলেন না জোকোভিচ। ম্যাচে নাদাল জিতেছেন ৬-০, ৬-২, ৭-৫ সেটে।

এই ম্যাচ জিতে আরেকটি কীর্তি গড়েছেন নাদাল, ক্লে কোর্টে ১০০তম ম্যাচ জয়ের রেকর্ড নিজের ঝুলিতে পুরেছেন তিনি। আর এই ম্যাচ জিতে নাদাল বুঝিয়ে দিলেন কেন তাঁকে এই কোর্টের রাজা বলা হয়। ম্যাচে জোকোভিচ কিছু বুঝে ওঠার আগেই প্রথম সেট জিতে নেন নাদাল।

মাত্র ৪৫ মিনিটে জিতে নেন প্রথম সেট। সবাইকে অবাক করে নাদাল সেই সেটে ১০টি উইনার মারেন। দ্বিতীয় সেটেও নাদালের আধিপত্য ছিল। তৃতীয় সেটে কিছুটা লড়াই করেন জোকোভিচ। কিন্তু কোনো লাভ হয়নি, এরই মধ্যে ম্যাচটা নিজের করে নেন নাদাল।

ঠিক ১২ বছর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সরাসরি সেটে ফেদেরারকে হারিয়েছিলেন নাদাল। রোববার আবার সরাসরি সেটে জিতলেন তিনি। এই জয় তাঁর কাছে আরো আনন্দের, ফেদেরারকে ছুঁয়ে ফেললেন এ দিনই।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০