ঢাকা   ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনিয়ন ব্যাংকের ৩য় প্রান্তিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২০
  • 63 শেয়ার
ইউনিয়ন ব্যাংক
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৩য় প্রান্তিক ব্যবসা সম্মেলন ২০২০

স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৩য় প্রান্তিক ব্যবসা সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এবং গুলশান শাখার শাখা প্রধান এসইভিপি শাহ্ মো. মাহতাব উদ্দিন আল-মামুন।

এছাড়া অনুষ্ঠানে সব শাখার শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম তার বক্তব্যের শুরুতেই সমবেত সবাইকে সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২০ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০