ইউএনও’র অফিস সহকারির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক আবুল হাশেমের বিরুদ্ধে হামলা ও মামলার মাধ্যমে নিরীহ কৃষক-মজুরদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ সোমবার সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি আঞ্চলিক সড়কে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু আবুল হাশেম ইউএনও অফিসে চাকরির প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে একের পর এক হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে। এগুলোর প্রতিবাদ করলে শহর থেকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালায় এবং নিরীহ মানুষদের নামে একের পর এক মিথ্যা মামলা করেন। গত ১০ জানুয়ারি তার উপস্থিতিতে গ্রামবাসীর উপর হামলা চালানো হয়। পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েও চৌহালী উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয়নে পার পেয়ে যাচ্ছেন।

এসময় গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন সারা খাতুন, ইউসুফ আলী, সাদ্দাম হোসেন, হায়দার আলী ও সাইফুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গ্রামের সড়ক প্রদক্ষিণ করে।