ঢাকা   ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২৫ ঘোষণা এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিও পদে স্থানান্তরের জন্য সংবাদ সম্মেলন দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪) গাজীপুরে ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার এস আলমের অর্থ কেলেঙ্কারি: ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব ‘মার্কিন নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই’ ট্রাম্প সমর্থকরা ছুটছেন মার-আ-লাগোয় ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার বাজিতপুরে মিথ্যা মামলা ও মানববন্ধনে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

আর্টিস্টদের মৃত্যু নেই, কামব্যাক বলে কিছু নেই: শাবনূর

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪
  • 132 শেয়ার

বিনোদন ডেস্ক
শাবনূর অভিনয়ে ফিরছেন-এই বিষয়টির সাথে তিনি একমত নন। কারণ তার মতে শিল্পীর কোনো কামব্যাক হয়না। শিল্পীরা সময় নেন। যাই হোক ‘রঙ্গনা’ নামের একটি ছবিতে কাজ করছেন তিনি। ছবিটি পরিচালনায় আরাফাত হোসাইন। গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাবনূর বলেন, ‘শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই। এটা কী, আমি বুঝি না। শিল্পীদের মৃত্যু নেই। আমরা আর্টিস্ট, শেষ বয়স পর্যন্ত কাজ করে যাবো। দেখেন না, আমেরিকায় আর্টিস্টদের বয়স হয়ে যায়, তারপর অস্কার পেয়ে যায়। কেমন করে পায়? এজন্য বলি, আর্টিস্টদের মৃত্যু নেই। তাদের কামব্যাক বলে কিছু নেই। আমি কাজ করবো, সবার কাজ করবো, সবার সঙ্গে মিলেমিশে থাকবো।’

শাবনূর তার স্মৃতিচারণ করতে গিয়ে আরো বলেন, ‘অনেকে হয়ত জানে না, আমি ক্লাস এইট থেকে নাইনে উঠিনি, তখনই আমি পুরোদস্তুর নায়িকা। একেবারে ছোটবেলায় আমার হাতেখড়ি। নির্মাতারা আমাকে গালে তুলে ভাত খাইয়েছেন, আমি এত ছোট ছিলাম। তখন নায়িকা মানে তো মিনিমাম একটা বয়সের ব্যাপার ছিল। আমি যখন প্রথম দিকে ছোট একটা ফ্রক পরে আসতাম, অনেকে আমাকে বলেছে, ‘এই পিচ্চি! ও কী করবে!’, আমাকে ধরে বলতো, ‘তুমি নায়িকা হবা?’ এহতেশাম (নির্মাতা) দাদু আমাকে নিয়ে এসেছিলেন, তার জন্যই আজকে আমি শাবনুর।’

ছবিটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য সাজিয়েছেন তন্ময় মুক্তাদির। ‘রঙ্গনার’ কাজ শেষ হলে একই নির্মাতার ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি ছবিতেও কাজ করবেন বলে জানান শাবনূর।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০