ঢাকা   ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ । ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আবারও বিয়ে করলেন শ্যামল মাওলা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 13 শেয়ার
শ্যামল মাওলা
অভিনেতা শ্যামল মাওলা এবং পাত্রী মাহা শিকদার

অভিনেতা শ্যামল মাওলা ফের বিয়ে করেছেন। দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারের সঙ্গে শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে।

শ্যামল মাওলা জানান, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই অভিনেতা বলেন, করোনার মধ্যে বিধি নিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবেই একটা ঘরোয়া আয়োজনে হয়েছে। হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। কেউ কষ্ট পাবেন না। সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য।

শ্যামলের পাত্রী মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন। তিনি শোবিজেও যাত্রা করেছেন এরইমধ্যে।

তাকে দেখা গেছে ছোট পর্দায় অভিনয় করতে। প্রসঙ্গত, এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। এর আগে প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তিন বছরের সংসার ছিল তার। সেই সংসারে শ্রেয়ণ নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০
Develoved by Bongshai IT