ঢাকা   ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ভালুকায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (সোমবার, ২০ জানুয়ারি ২০২৫) রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত বাজিতপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪
  • 144 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
সাংবাদিকেরা হলো জাতির চক্ষু এবং মানবাধিকার কর্মীরা হলেন জাতির বিবেক ” আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা” এর প্রশিক্ষণ কর্মশালায় বললেন প্রধান প্রশিক্ষক, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ এবং সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।
গত শনিবার (২ নভেম্বর)সকাল ৯টায় উক্ত অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান দৈনিক চৌকস এর সম্পাদক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস লইয়ার্স ফোরাম এর প্রেসিডেন্ট বিচারপতি মো. শহীদুল ইসলাম।
প্রধান অতিথি অর্গানিক কৃষিতে অবদান রাখায় সম্মাননা প্রদান করেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রাকিব হোসেন, শিল্পউদ্যোক্তা হিসেবে অবদানের জন্য সম্মাননা প্রদান করেন, রিফাত গ্রুপের চেয়ারম্যান, মোঃ মোবারক হোসেন মোহোন, সমাজ সেবায় অবদানের জন্য সম্মানা প্রদান করেন পিবাড়ীয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সিইও,মোঃ নুরুজ্জামান রানা,কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য সম্মাননা প্রদান করেন আন্তরিক ট্রাভেলস এর চেয়ারম্যান, মেসবাহ উদ্দিন সাঈদ।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট ভুঁইয়া মো. আলী ও জয়েন্ট সেক্রেটারি মো. মনিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী, কুরআনের আলোকে মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা জিগা তলা বিটাইপ কলোনী জামে মসজিদের খতিব, বিশিষ্ট মুফাস্সির কাজী মাও. জালাল উদ্দীন। এসময় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট মো.শহীদুল ইসলাম, মৎস অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আস্রাফ উদ্দীন, ঢাকা বিএসএমএমইউ এর সহকারি অধ্যাপক. ডাক্তার আতিয়ার রহমান, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মোতালেব, সংস্থার নির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান।
এসময় যেসকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়- সাংবাদিকতায় মানবাধিকার, শিশু অধিকার, পেশাগত অধিকার, পারিবারিক অধিকার।
এসময় বিশেষ আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব অধ্যক্ষ একরামুল্লাহ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন -আমাদের পেশাদার ও পেশাদারিত্ব বুঝে কাজ করতে হবে। তথ্য সন্ত্রাস ও চাটুকারিতা এড়িয়ে সাহসিকতার সাথে কাজ অব্যাহত রাখতে হবে। পরিবার থেকে সমাজ হয়ে রাষ্ট্র পর্যন্ত সর্বস্তরের লোকদের মাঝে মানবাধিকার বাস্তবায়ন করতে হবে। নিজেরা অন্যায় থেকে দূরে থেকে সমাজের চোখ কান খোলা রেখে সকলের মাঝে সব ধরনের অন্যায়ের সঠিক প্রতিবিধান করার চেষ্টা করতে হবে।
বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট মো. এনামুল হকের বিজ্ঞানময় কোরআন বিষয়ে আলোচনার পর অনুষ্ঠানের সভাপতি ও সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম এর সমাপনী বক্তব্য শেষে অংশগ্রহণ কারী সকলের মাঝে সার্টিফিকেট বিতরণ শেষে বেলা ৪:০০ ঘটিকায় প্রোগ্রাম সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০