ঢাকা   ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আইবিএফবি’র কার্যালয়ে প্রয়োজনীয় জিনিসের দামের উপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব শীর্ষক সেমিনার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৫, ২০২৪
  • 570 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
আইবিএফবি’র কার্যালয়ে প্রয়োজনীয় জিনিসের দামের উপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) রোববার বিকালে তেজগাঁও শিল্প এলাকায় নিজস্ব ভবন কার্যালয়ে প্রয়োজনীয় জিনিসের দামের উপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। অনুষ্ঠানটি পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং আইবিএফবি’র সভাপতি হুমায়ন রশীদ।
অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে আইবিএফবি’র সদস্য ও প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি এবং আজীবন সদস্য বাংলা একাডেমীর আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০