
বিশেষ প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা থানার লোচনপুর মধ্যপাড়া গ্রামের মৃত সামছু ডাকাতের ছেলে বিপ্লব মিয়া (৩২)। সে এখন রীতিমত নরসিংদী জেলায় মূর্তিমান আতঙ্ক।
গ্রামবাসীদের একজন সোহেল রানা বলেন- বিপ্লব মিয়া মূলত আওয়ামী লীগবিরোধী রাজনীতির সাথে জড়িত। কিন্তু কূটকৌশলে সরকারদলীয় নেতাকর্মীদের সাথে সম্পর্ক রেখে দখল, খুন, প্রতারনা করে কম সময়ে অত্যাধিক টাকা হাতে আসায় সে এখন ধরাকে সরা জ্ঞান করছে। গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় কণ্টাক কিলিং এর কাজ করে সে এখন নিয়ন্ত্রণহীন। রায়পুরার জুয়েল রানা ও নাঈম তার সহযোগী কাজ করছে। স্থানীয় রায়পুরা থানার ওসির সাথে তার সম্পর্ক খুব ভালো। প্রতিমাসে কয়েক লক্ষ টাকা থানা ম্যানেজ করার জন্য সে খরচ করে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।
বিপ্লব মিয়ার রয়েছে অনলাইন ক্যাসিনো ব্যবসা। মাটির শাহেন শাহ, বাজি ৩৬৫ লাইফ নামে তার অনলাইন সাইট রয়েছে বলে জানা গেছে। এই সাইটের মাধ্যমে সে ক্যাসিনো ব্যবসা করে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।
তার বিরুদ্ধে নরসিংদী বিভিন্ন থানা এবং আদালতে ৯টি স্পর্শকাতর মামলা রয়েছে। গত আড়াই মাস আগে একটি মার্ডার মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় ১ মাস ২৪ দিন জেল খেটে এলাকায় এসে নতুন করে নানা খেলায় মরিয়া হয়ে উঠেছে সে। তার বাড়ির আশে-পাশের প্রায় ১০ বিঘা জমি দখল করে নিয়ে মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তার ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছে না। তার কোনো বিষয়ে কেউ প্রতিবাদ করলে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা কিংবা মারধর কখনো কখনো তুলে নিয়ে হত্যা করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
জিআর-২২০ নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩০২ ধারায় মামলা রয়েছে বিপ্লব মিয়ার বিরুদ্ধে। এছাড়া অন্য বিচারাধীন মামলাসমূহ হচ্ছে। রায়পুরা থানায় হত্যা মামলা যথাক্রমে- মামলা নং-১৭(৯) ২০০৮, মামলা নং-৩১(১০), ২০১২, মামলা নং-১৩(০৮), ২০১৯। মাদক মামলা নং-০৫, তারিখ-৩/০৯/১৬, মামলা নং-১৭, তারিখ-০৯/০৬/২০১৫। নারী ও শিশু মামলা-৩৩, তারিখ-৩১/০৮/২০১৫, মামলা নং-১৯, তারিখ-০৭/০২/২০১১। হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলা নং-২৮, তারিখ-১৭/১২/২০১৮, মনোহরদী থানায় চুরির মামলা নং-১৫, তারিখ-২২/০৮/২০১৬।
এ ধরনের আসামীর বিরুদ্ধে দ্রুত আইনীপ্রক্রিয়া শেষ করে যথাযথ ব্যবস্থা না নিলে জনমনে অনেক প্রশ্ন জন্ম নেবে।
ব্যাপারটি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা আমলে নিয়ে ব্যবস্থা নেবেন এ প্রত্যাশা নরসিংদীবাসীর।