অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে দৈনিক বিজনেস ফাইল’র শোক

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১

বিজনেস ফাইল ডেস্ক:

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে দৈনিক বিজনেস ফাইল পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
গতকাল শুক্রবার এক শোকবার্তায় বলা হয়, সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য, বরেণ্য রাজনীতিক অধ্যাপক মো. আলী আশরাফ ছিলেন একজন একনিষ্ঠ রাজনীতিবিদ। দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই’র ২০২১-২৩ মেয়াদসহ সর্বোচ্চ ৭ বার নির্বাচন বোর্ডে নিষ্ঠার সাথে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন চৌকষ ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান।
শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার (৩০ জুলাই) বেলা ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।